General knowledge question answer part 04
General knowledge question answer part 04 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 04 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 04 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 04
01. চীনের জাতীয় মুদ্রার নাম কি?
A) উয়ান
B) রুবল
C) দিনার
D) ডলার
সঠিক উত্তর: উয়ান
02. জাপানের মুদ্রার নাম কি?
A) পেসো
B) মার্ক
C) ইয়েন
D) ডলার
সঠিক উত্তর: ইয়েন
03. ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন মুদ্রার নাম কি?
A) ইউরো
B) নিরা
C) পেসো
D) ইউরোপীয় ডলার
সঠিক উত্তর: ইউরো
04.ভুটানের জাতীয় মুদ্রা কী নামে পরিচিত?
A) টাকা
B) পাউন্ড
C) দংভিয়েত
D) নূলট্রাম
সঠিক উত্তর: নূলট্রাম
05. নেদারল্যান্ডের জাতীয় মুদ্রা কি?
A) ইউরো
B) ডয়েশমার্ক
C) এসকুভো
D) পেসো
সঠিক উত্তর: ইউরো
06. যুক্তরাজ্যের জাতীয় পাখি কোনটি?
A) ঈগল
B) সোয়ানো
C) স্কাইলার্ক
D) রোবিন
সঠিক উত্তর: রোবিন
07. শ্রীলংকার জাতীয় পাখি কোনটি?
A) বনমোরগ
B) ময়ূর
C) উটপাখি
D)স্কাইলার্ক
সঠিক উত্তর: বনমোরগ
08. আমেরিকার জাতীয় খেলা কোনটি?
A) ফুটবল
B) ক্রিকেট
C) বেসবল
D) ভলিবল
সঠিক উত্তর: বেসবল
09. ফ্রান্সের জাতীয় প্রতীক-
A) মশাল
B) লিলি ফুল
C) নাইটিঙ্গেল
D) এর কোনোটিই নয়
সঠিক উত্তর: লিলি ফুল
10. মরিশাসের জাতীয় পাখি কি?
A) বাজ
B) ডোডা
C) টিয়া
D) ঈগল
সঠিক উত্তর: ডোডা
11. কোন পাখিটি নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক হিসেবে বিবেচিত?
A) বাজ
B) ঈগল
C) কিউই
D) টিয়া
সঠিক উত্তর: কিউই
12. ভারতীয় নৌ বাহিনীর বৃহত্তম বায়ুযান বহনকারী জাহাজ কোনটি?
A) আই এন এস বিরাট
B) আই এন এস চক্র
C) আই এন এস বিক্রান্ত
D) আই এন এস শক্তি
সঠিক উত্তর: আই এন এস বিরাট
13. বিখ্যাত মহিলা শাসক গোল্ডা মেয়ার কোন দেশের শাসক ছিলেন?
A) ইসরায়েল
B) অস্ট্রেলিয়া
C) আর্জেন্টিনা
D) ব্রাজিল
সঠিক উত্তর: ইসরায়েল
14. ভারত ছাড়া আর কোন দেশে ১৫ আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয়?
A) পাকিস্তান
B) দক্ষিণ কোরিয়া
C) পেরু
D) সুদান
সঠিক উত্তর: দক্ষিণ কোরিয়া
15. প্রথম কোন ভারতীয় মহিলা 'মিস ইউনিভার্স' খেতাব জিতেছিলেন?
A) ঐশ্বর্য রাই
B) সুস্মিতা সেন
C) রিতা ফারিয়া
D) কেউই নন
সঠিক উত্তর: সুস্মিতা সেন
16. প্রথম কোন ভারতীয় মহিলা 'মিস ওয়ার্ল্ড' খেতাব জিতে ছিলেন?
A) ঐশ্বর্য রাই
B) রিতা ফারিয়া
C) যুক্তামুখি
D) জিনাত আমন
সঠিক উত্তর: রিতা ফারিয়া
17. বিখ্যাত কৈলাশ গুয়া মন্দির কোথায় অবস্থিত?
A) ইলোরা
B) বাদামি
C) অজন্তা
D) এলিফ্যান্টা
সঠিক উত্তর: ) ইলোরা
18. নিচের কোন দেশটির প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতা দুজনেই মহিলা?
A) বাংলাদেশ
B) শ্রীলংকা
C) পাকিস্তান
D) তুরস্ক
সঠিক উত্তর: ) বাংলাদেশ
19. ভারতের কোন রাজ্য প্রথম ভোটারদের সচিত্র পরিচয় পত্র চালু করে?
A) রাজস্থান
B) পশ্চিমবঙ্গ
C) হরিয়ানা
D) তামিলনাড়ু
সঠিক উত্তর: হরিয়ানা
20. পৃথিবীর প্রথম টেস্টটিউব বেবি কোথায় জন্মগ্রহণ করেছিল?
A) আমেরিকা
B) ফ্রান্স
C) ইংল্যান্ড
D) জার্মানি
সঠিক উত্তর: ইংল্যান্ড
21. কম্পিউটারের জনক কে?
A) বিল গেটস
B) পাস্কাল
C) চার্লস ব্যাবেজ
D) সি ভি রমন
সঠিক উত্তর: চার্লস ব্যাবেজ
22. প্রথম কোন ভারতীয় রয়েল সোসাইটির ফেলো নির্বাচিত হয়েছিল?
A) সি ভি রমন
B) এসি ওয়াদিয়া
C) পিসি মহালানবিশ
D) শ্রীনিবাস রামানুজন
সঠিক উত্তর: শ্রীনিবাস রামানুজন
23. ভারতের বৃহত্তম শক্তির উৎপাদন কেন্দ্র কোনটি?
A) এন এইচ পি সি
B) টাটা পাওয়ার
C) এন টি পি সি
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: এন টি পি সি
A) উয়ান
B) রুবল
C) দিনার
D) ডলার
সঠিক উত্তর: উয়ান
02. জাপানের মুদ্রার নাম কি?
A) পেসো
B) মার্ক
C) ইয়েন
D) ডলার
সঠিক উত্তর: ইয়েন
03. ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন মুদ্রার নাম কি?
A) ইউরো
B) নিরা
C) পেসো
D) ইউরোপীয় ডলার
সঠিক উত্তর: ইউরো
04.ভুটানের জাতীয় মুদ্রা কী নামে পরিচিত?
A) টাকা
B) পাউন্ড
C) দংভিয়েত
D) নূলট্রাম
সঠিক উত্তর: নূলট্রাম
05. নেদারল্যান্ডের জাতীয় মুদ্রা কি?
A) ইউরো
B) ডয়েশমার্ক
C) এসকুভো
D) পেসো
সঠিক উত্তর: ইউরো
06. যুক্তরাজ্যের জাতীয় পাখি কোনটি?
A) ঈগল
B) সোয়ানো
C) স্কাইলার্ক
D) রোবিন
সঠিক উত্তর: রোবিন
07. শ্রীলংকার জাতীয় পাখি কোনটি?
A) বনমোরগ
B) ময়ূর
C) উটপাখি
D)স্কাইলার্ক
সঠিক উত্তর: বনমোরগ
08. আমেরিকার জাতীয় খেলা কোনটি?
A) ফুটবল
B) ক্রিকেট
C) বেসবল
D) ভলিবল
সঠিক উত্তর: বেসবল
09. ফ্রান্সের জাতীয় প্রতীক-
A) মশাল
B) লিলি ফুল
C) নাইটিঙ্গেল
D) এর কোনোটিই নয়
সঠিক উত্তর: লিলি ফুল
10. মরিশাসের জাতীয় পাখি কি?
A) বাজ
B) ডোডা
C) টিয়া
D) ঈগল
সঠিক উত্তর: ডোডা
11. কোন পাখিটি নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক হিসেবে বিবেচিত?
A) বাজ
B) ঈগল
C) কিউই
D) টিয়া
সঠিক উত্তর: কিউই
12. ভারতীয় নৌ বাহিনীর বৃহত্তম বায়ুযান বহনকারী জাহাজ কোনটি?
A) আই এন এস বিরাট
B) আই এন এস চক্র
C) আই এন এস বিক্রান্ত
D) আই এন এস শক্তি
সঠিক উত্তর: আই এন এস বিরাট
13. বিখ্যাত মহিলা শাসক গোল্ডা মেয়ার কোন দেশের শাসক ছিলেন?
A) ইসরায়েল
B) অস্ট্রেলিয়া
C) আর্জেন্টিনা
D) ব্রাজিল
সঠিক উত্তর: ইসরায়েল
14. ভারত ছাড়া আর কোন দেশে ১৫ আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয়?
A) পাকিস্তান
B) দক্ষিণ কোরিয়া
C) পেরু
D) সুদান
সঠিক উত্তর: দক্ষিণ কোরিয়া
15. প্রথম কোন ভারতীয় মহিলা 'মিস ইউনিভার্স' খেতাব জিতেছিলেন?
A) ঐশ্বর্য রাই
B) সুস্মিতা সেন
C) রিতা ফারিয়া
D) কেউই নন
সঠিক উত্তর: সুস্মিতা সেন
16. প্রথম কোন ভারতীয় মহিলা 'মিস ওয়ার্ল্ড' খেতাব জিতে ছিলেন?
A) ঐশ্বর্য রাই
B) রিতা ফারিয়া
C) যুক্তামুখি
D) জিনাত আমন
সঠিক উত্তর: রিতা ফারিয়া
17. বিখ্যাত কৈলাশ গুয়া মন্দির কোথায় অবস্থিত?
A) ইলোরা
B) বাদামি
C) অজন্তা
D) এলিফ্যান্টা
সঠিক উত্তর: ) ইলোরা
18. নিচের কোন দেশটির প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতা দুজনেই মহিলা?
A) বাংলাদেশ
B) শ্রীলংকা
C) পাকিস্তান
D) তুরস্ক
সঠিক উত্তর: ) বাংলাদেশ
19. ভারতের কোন রাজ্য প্রথম ভোটারদের সচিত্র পরিচয় পত্র চালু করে?
A) রাজস্থান
B) পশ্চিমবঙ্গ
C) হরিয়ানা
D) তামিলনাড়ু
সঠিক উত্তর: হরিয়ানা
20. পৃথিবীর প্রথম টেস্টটিউব বেবি কোথায় জন্মগ্রহণ করেছিল?
A) আমেরিকা
B) ফ্রান্স
C) ইংল্যান্ড
D) জার্মানি
সঠিক উত্তর: ইংল্যান্ড
21. কম্পিউটারের জনক কে?
A) বিল গেটস
B) পাস্কাল
C) চার্লস ব্যাবেজ
D) সি ভি রমন
সঠিক উত্তর: চার্লস ব্যাবেজ
22. প্রথম কোন ভারতীয় রয়েল সোসাইটির ফেলো নির্বাচিত হয়েছিল?
A) সি ভি রমন
B) এসি ওয়াদিয়া
C) পিসি মহালানবিশ
D) শ্রীনিবাস রামানুজন
সঠিক উত্তর: শ্রীনিবাস রামানুজন
23. ভারতের বৃহত্তম শক্তির উৎপাদন কেন্দ্র কোনটি?
A) এন এইচ পি সি
B) টাটা পাওয়ার
C) এন টি পি সি
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: এন টি পি সি
24. কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে ?
A) আয়ারল্যান্ড
B) আমেরিকা
C) ইংল্যান্ড
D) সুইডেন
সঠিক উত্তর: সুইডেন
25. সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা কটি ?
A) 5
B) 10
C) 6
D) 4
সঠিক উত্তর: 5
Read more ::General knowledge question answer part 03
No comments:
Post a Comment